Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে চাটখিল উপজেলার কৃষির প্রাথমিক তথ্য ঃ
১। উপজেলার আয়তন ঃ ১৩৪ বঃ কিঃ মিঃ।
২। ভূমির পরিমান ঃ ১৩৩৯৫ হেক্টর।
৩। ইউনিয়ন ঃ ০৯ টি
৪। পৌরসভা ঃ ১ টি।
৫। বøক ঃ ২৮ টি।
৬। মৌজার সংখ্যা ঃ ১২৬ টি। 
৭। গ্রামের সংখ্য ঃ ১৪২ টি।
৮। জনসংখ্যা ঃ ২৮৫৭৯৩ জন। (ক) পুরুষ - ১৪৮০১৩ জন (খ) মহিলা - ১৩৭৭৮০ জন।
৯। মোট কৃষক পরিবার ঃ ২৮৫৪২ টি।
১০। খাদ্য পরিস্থিতি ঃ
       (ক) মোট উৎপাদন ঃ ৩৬৮৮২ মেঃটন, (খ) মোট চাহিদা ঃ ৩৫৩১৫মেঃ টন,
      (গ) খাদ্য অতিরিক্ত - ১৫৭১ মেঃ টন।
১১। মাটির গঠন অনুযায়ী আবাদী জমি ঃ
(ক) এঁটেল জমি  ৭০০০ হেঃ, (খ) এঁটেল দোঁয়াশ জমি ১২০০ হেঃ (গ) দোঁয়াশ মাটি ৪০
০ হেঃ।
১২। আবাদী জমির ব্যবহার ঃ 
(ক) এক ফসলী জমি ঃ ৬৮০০ হেঃ, (খ) দুই ফসলী জমি ঃ ১৪০০ হেঃ, 
(গ) তিন ফসলী জমি ঃ ৪০০ হেঃ
১৩। শস্যের নিবিড়তা ঃ ১২৫%
১৪। প্রধান প্রধান শস্য বিন্যাস ঃ
ক। বোরো +পতিত + পতিত ৬৮০০ হেঃ।
খ। বোরো + আউশ +পতিত ৫০০ হেঃ।
গ। বোরো +পতিত +রোপা আমন ৯০০ হেঃ। 
ঘ। বোরো+আউশ+রোপা আমন ১০০ হেঃ।
ঙ। শাকসব্জী + শাকসব্জী + শাকসব্জী ২০০ হেঃ
চ। সবজি + সবজি + রোপা আমন ১০০ হেঃ।

চাটখিল উপজেলা মূলত এক ফসলী এলাকা এবং এখানকার প্রধান ফসলই হইল বোরো ধান। এই উপজেলায় ৮৬০০ হেক্টর আবাদী জমির মধ্যে ৮১০০ হেক্টরেই বোরো আবাদ হইয়া থাকে। এই বছরও ইতিমধ্যে প্রায় ৫০ হেক্টর জমিতে বোরো বীজতলা করা হইয়াছে তাহাও আবার ৮০ ভাগেরও উপরে হাইব্রিড জাতের চাষ হয়। সামান্য পরিমান শাকসব্জী ও রবিশস্য আবাদ হইয়া থাকে।