একজন কৃষকের সাকসেস ষ্টোরী
কৃষকের নাম: আবদুল হাই
পিতার নাম: আবদুল গনি
গ্রাম: শিবরামপুর
ইউনিয়ন: সাহাপুর
সংশ্লিষ্ট উপসহকারী কর্মকর্তার নাম: সালেহ আহম্মদ রজন
তার সাফল্যতার ক্ষেত্র সমূহ :
১. নিরাপদ সবজি উৎপাদন: লাউ,শশা, মিষ্টি কুমড়া, টমেটো, বেগুন,চিচিঙ্গা,ধুন্দুল, ঢেঁড়স,লালশাক, পুঁইশাক,কলমিশাক ইত্যাদি। প্রযুক্তি: উন্নত বীজ, সেক্র ফেরোমন ফাঁদ,জৈব সার, ভার্মি কম্পোস্ট,খামার জাত সার,জৈব বালাই নাশক ইত্যাদি।
২. ফল বাগান: পেপেঁ জাত: রেড লেডি,সুইট লেডি, আম জাত: রুপালি, বারি-৪ , ব্যানানা ম্যাংগ,বারো মাসি ইত্যাাদি প্রযুক্তি: উন্নত জাতের চারা, উন্নত জাতের চারা কলম সেক্র ফেরোমন ফাঁদ, জৈব সার, ভার্মি কম্পোস্ট,খামার জাত সার,জৈব বালাই নাশক ইত্যাদি।
৩. বয়স্ক গাছে সার প্রয়োগ: নারেকেল,সুপারি,কাঠাঁল,আম,জাম,জাম্বুরা,কলা ইত্যাদি।প্রযুক্তি: জৈব সার, বোরন সার,সুষম সার,মাকড় নাশক স্প্রে, ট্রেনিং,প্রেনিং (বছরে একবার) ইত্যাদি।
৪. ধান উৎপাদন: বোরো ধান: উফসী জাত: ব্রিধান-২৯, ৫৫, ৬৭, ৭৪, হাইব্রিড জাত: হীরা-৪,২ সুপার হাইব্রিড ইত্যাদি। প্রযুক্তি: আদর্শ বীজতলা,সারিতে চারা রোপন, সুষম সার,পাচিং, অল্প বয়সে চারা রোপন,রোগিং ইত্যাদি।
৫. মোট বার্ষিক আয় ব্যয়ের হিসাব: ১.সবজিতে ব্যয়: ২০০০০/- (১ বিঘা)
২.সবজিতে আয়: ৫০০০০/-
৩.নিট আয়: ৩০০০০/-
১. ফলের ব্যয়: ৩০০০০/- (৫০ শতক)
২.ফলের আয়: ৫২০০০/-
৩.নিট আয়: ২২০০০/-
১.ধানের উফসী চাষে ব্যয়: ৫০০০০/- (১ হেক্টর)
২.ধানের উফসী চাষে আয়: ১০০০০০/-
৩.নিট আয়: ৫০০০০/-
৩.ধানের হাইব্রিড চাষে ব্যয়: ৬০০০০/- (১ হেক্টর)
৪.ধানের হাইব্রিড চাষে আয়: ১৪০০০০/-
৩.নিট আয়: ৮০০০০/-
এভাবে তিনি কৃষি ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। তার এই সফলতার পিছনে তিনি কৃষি বিভাগ এর সহযোগিতার কারণ হিসাবে বর্ণনা দিয়েছেন।